দিনাজপুর প্রতিনিধি : নারায়ণগঞ্জের ৭ হত্যা মামলার আসামীরা যেন দেশ ত্যাগ করতে না পারে এ কারণে দিনাজপুরের হিলি স্থল বন্দরের চেকপোষ্টে রেড এলার্ট জারি করা হয়েছে।

ভারতগামী বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের গতিবিধির ওপর লক্ষ্য রাখছে ইমিগ্রেশন পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা করে দেশ ত্যাগের অনুমতি দেয়া হচ্ছে। হিলি ইমিগ্রেশনের ওসি খাজামুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রেড এলার্ট জারির কারণে চেকপোষ্ট পার হয়ে ভারতে প্রবেশের আগ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরাও নোম্যান্স ল্যান্ডে বিএসএফ সদস্যরা সন্দেহভাজন বাংলাদেশীদের পাসপোর্ট যাত্রীদের বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করছে। একই সাথে ইমিগ্রেশন চেকপোস্টের পাশাপাশি সীমান্তের অবৈধপথে যাতে অভিযুক্তরা পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

(এটি/এএস/মে ০৬, ২০১৪)