টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভুয়াপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দেশীয় তৈরি দু’টি এলজি, একটি শুটারগান, দু’টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার ভোর রাতে ভুয়াপুর উপজেলার ভড়ুয়া এলাকা থেকে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের একটি দল এসব অস্ত্র উদ্ধার ও গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর পোগলদিঘা গ্রামের মজিবুর রহমানের ছেলে গোলাম রব্বানী (৩০), ঘরিয়ার ভিটা গ্রামের কামাল বাশারের ছেলে জুয়েল মিয়া (২৮), একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শামীম হোসেন (৩০) ।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটিদল ওসি ডিবি মাহফিজুর রহমানের নেতৃত্বে ভোর রাতে ভুয়াপুরের ভড়ুয়া এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করে। এ ব্যপারে ভুঞাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ডাকাত দলের অপর সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
(এমএনইউ/এএস/মে ০৬, ২০১৪)