কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিএনপির ডাকা অবরোধ শুরু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে শহরের এনএস রোড, মজমপুর গেট, চৌড়হাস মোড়, টার্মিনাল, বড়বাজার, কলেজ মোড়, ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী ও খোকসা উপজেলা সদরেও পুলিশ মোতায়েন করা হয়েছে।


কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-পাবনা, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-চুয়াডাঙ্গা, কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের সকাল থেকে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরে সিএনজি, রিকশা, অটোরিকশা ও লোকজনের চলাচল কম দেখা গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। কেউ নাশকতার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

(কেকে/এএস/জানুয়ারি ০৬, ২০১৪)