ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে শহরের ফিরুজ-জাহাঙ্গীর চত্বরে মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপী  মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এই মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সুরুজ্জামান সংগঠনের নেতা অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকির, দেলোয়ার হোসেন শিবলী, অধ্যক্ষ মাসুদুল খান আরিফ, প্রভাষক মিজানুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, সারাদেশে প্রায় ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির অপেক্ষায় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষক কর্মচারী ১০-১৫ বছর ধরে বিনা বেতনে শ্রম দিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চলতি অর্থবছরের বাজেটে এমপিও ভুক্তির জন্য অর্থ বরাদ্দ না রাখলে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবারে স্মারকলিপি প্রদান করেন।
(এসইএস/এএস/মে ০৬, ২০১৪)