স্পোর্টস ডেস্ক, ঢাকা : অনেক কিছু অর্জন করেছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল ক্যারিয়ারে। অনেক শিরোপা ও রেকর্ড তার নামের পাশে ১৩টি গ্র্যান্ড স্লাম ছাড়াও। আর এজন্য মাদ্রিদ সিটি, বিশ্বের ১ নাম্বার খেলোয়াড় নাদালকে ‘অ্যাডোপটেড সন’ হিসেবে ঘোষণা করেছে।

মাদ্রিদ শহরের কোন ছেলে বা মেয়ে (অ্যাডোপটেড সন অর ডটার) ক্যারিয়ারে নিজের ও দেশের নাম উজ্জ্বল করলে তাকে এই সম্মাননা দেয়া হয়। মাদ্রিদ সিটি হল সর্বোচ্চ এই সম্মাননা দিয়ে থাকে।

মাত্র ৪ বছর বয়সে টেনিসের প্রতি তার প্রেম ছিল। আর কোচিং নিয়েছেন চাচা টনি নাদালের কাছে। এখনও তিনি চাচার অধীনেই খেলছেন।নাদালকে মেয়র আনা বোতেল্লা পুরস্কার তুলে দেন। এছাড়া মেডেলও পড়িয়ে দিয়েছেন। আর প্রশংসা তো ছিলই।

(ওএস/পি/মে ০৬,২০১৪)