চুয়াডাঙ্গা প্রতিনিধি : নিজেদের হেফাজতে জাল টাকা রাখার অপরাধে চুয়াডাঙ্গায় দুজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল প্রথম আদালতের বিচারক বিপ্লব গোস্বামী মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। মামলার দন্ডিতরা হলো, চুয়াডাঙ্গা পুরাতন পাড়ার রমজান আলীর ছেলে কাউসার আলী ও বজলুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম।

স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুজ্জোহা জানান, ২০১০ সালের ২৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চুয়াডাঙ্গা রেলবাজার এলাকা থেকে ১১ হাজার জাল টাকাসহ আসামিদের গ্রেপ্তার করে। এ মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদ্বয়কে ১৪ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।

(জেএ/এএস/জানুয়ারি ০৬, ২০১৪)