বগুড়া প্রতিনিধি : ২০ দলের ডাকা লাগাতার অবরোধের প্রথম দিনে বগুড়ায় ককটেল বিস্ফোরণ ও ব্যাটারী চালিত অটোরিক্সার গ্লাস, মোটরসাইকেল ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর রয়েছে। জেলা শহরের মাটিডালি মোড় থেকে পিকেটিং করার সময় পুলিশ ৬ জন ও শহরের ছিলিমপুর থেকে ১ জন বিএনপি কর্মীকে আটক করেছে।

এদিকে শহরের পরিস্থিতি ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সকাল থেকে দূরপাল্লার কোন বাস চলাচল করেনি। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় বগুড়া শহরের পিটিআই মোড়ে অবরোধ সমর্থকরা একটি মোটরসাইকেল, ব্যাটারী চালিত অটোরিক্সার গ্লাস ভাংচুর করে। এসময় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল ১১ টার সময় শহরের মাটিডালি মোড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে বিএনপির কর্মীরা পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।

এর কিছু পরে শহরের ছিলিমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে আরো একজনকে আটক করে। শহরে দোকানপাট খোলা ছিল, ট্রেন চলাচল করলেও বাস চলাচল করেনি। এদিকে ৫ জানুয়ারী বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগ বিএনপির একই দিনে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ২০ দলের উদ্যোগে বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। মিছিল শেষে সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শহরের মাটিডালি মোড় থেকে ৬ জন ও মেডিকেল কলেজ এলাকা ছিলিমপুর থেকে ১ জনকে পিকেটিং করার সময় আটক করা হয়েছে। শহরে পুলিশ, র‌্যাব, আমর্ড পুলিশ সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজেস্ট্রেট শিমুল কুমার সাহা জানান, ৫ জানুয়ারী বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ডাকা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস জানান, জেলা কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

(এএসবি/এএস/জানুয়ারি ০৬, ২০১৪)