গাজীপুর প্রতিনিধি : দূষণের অভিযোগে গাজীপুরের দুই কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল মঙ্গলবার কারখানা দু’টির কর্তৃপক্ষকে তলব করে শুনানী শেষে ওই জরিমানা করেন। 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই এবং ইটিপি নির্মাণ ব্যতিত ওয়াশিং কারখানা পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি সাধনের অপরাধে টঙ্গী বিসিক শিল্প নগরীর মুনলাইট ওয়াশিং লিমিটেডকে ৫ লাখ এবং ন্যাশনাল কম্পোজিট নীট এন্ড ওয়াশিং লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।


শুনানীতে অংশ নিয়ে কারখানার কর্তকর্তাগণ অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

(এসএএস/পি/জানুয়ারি ০৬, ২০১৪)