স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্লাবগুলোর কাছে অসহায়! এই নিয়ে তিন দফা পিছিয়ে গেল দলবদলের সময়। এই নিয়ে বিপাকে আছে বাফুফের পেশাদার লিগ কমিটি। বিষয়টি এমন পর্যায়ে পৌছেছে যে, নিয়মনীতির তোয়াক্কা না করেই দলবদলের সময় বাড়িয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন কমিটির কর্মকর্তারা!

লিগ কমিটির নির্ধারিত সভায় যোগদিতে রবিবার দুপুরে বাফুফে ভবনে আসেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রতিনিধি আবদুল গাফ্ফার। বাফুফে ভবনে ঢুকেই তার চোখে কপালে, জানতে পারলেন ৬ ক্লাব জোটবদ্ধ হয়ে দলবদলের সময় বাড়ানোর দাবী তুলেছে। আর এই নিয়মনীতির তোয়াক্কা না করে নির্ধারিত সভায় না বসেই দাবী মেনে নিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। এ নিয়ে বেজায় ক্ষুদ্ধ আবদুল গাফ্ফার বলেছেন, ‘গত ৩ মাস ধরে ক্যাম্প পরিচালনা করে আসছে শেখ জামাল। বিদেশী ফুটবলারদের পেছনে মোটা দাগে অর্থ ব্যয় হচ্ছে। সবই করা হচ্ছিল আসন্ন মৌসুমকে ঘিরে। কিন্তু আবারও পিছিয়ে গেল দলবদল।’

তিনি আরো বলেন, ‘ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে লিগ কমিটির এমন সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।’ ওদিকে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, 'ফুটবলের স্বার্থেই অনেক সময় ছাড় দিয়ে হয়েছে আমাদের। কিংস কাপ খেলতে যখন শেখ জামাল ভূটান গিয়েছে তখন তো সময় পিছিয়েছে, এখন বাকী দলগুলো চাইছে তাই এই দলবদল পিছিয়ে যাচ্ছে। সকল সিদ্ধান্ত একমাত্র ফুটবলের মঙ্গলের জন্যই নেয়া হচ্ছে।'

১১ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর দলবদলের সময়সীমা বেধে দিয়ে নতুন মৌসুমের সূচী ঘোষনা করেছিল লিগ কমিটি। পরবর্তীতে তা ৩১ জানুয়ারী পর্যন্ত বর্ধিত করা হয়। তার আগেই দলবদলের সময় বাড়িয়ে ৭ জানুয়ারী পর্যন্ত করা হয়। গতকাল নেয়া সিদ্ধান্তের ফলে পুরো জানুয়ারী জুড়ে চলবে দলবদল কার্যক্রম।

(ওএস/পি/জানুয়ারি ০৭, ২০১৪)