স্পোর্টস ডেস্ক, ঢাকা : রাফায়েল নাদাল হার দিয়ে শুরু করলেন বছর। ফর্মহীনতা ও ইনজুরির কারণে দীর্ঘ সময় কোর্টের বাইরে ছিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। ফিরেছিলেন কাতার ওপেন দিয়ে। কিন্তু প্রত্যাবর্তন মিশনটা সুখকর হল না তার। হেরে যান অখ্যাত প্রতিযোগী মাইকেল বেরারের কাছে। প্রথম রাউন্ডের খেলায় নাদাল হারেন ১-৬, ৬-৩, ৬-৪ সেটে। গত বছরের শেষ দিকটা ভালো কাটেনি নাদালের। চলতি বছর এটিপি ওয়ার্ল্ড ট্যুরে এটি তার প্রথম ম্যাচ। দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন। সেদিকটি মাথায় রেখেই কোর্টের লড়াইয়ে নামেন তিনি। সেই ফেরাটা সুখকর হল না। র‌্যাঙ্কিংয়ে ১২৭ নম্বরে থাকা ৩৪ বছর বয়সী বেরারের কাছে হেরে গেলেন তিনি।

গত দুই মাস সেভাবে অনুশীলন করতে পারেননি নাদাল। পিঠ ও কব্জির ইনজুরিতে ভুগছেন তিনি। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনজুরি কাটিয়ে কোর্টে ফেরেন। এর আগে সবশেষ ২০১২ সালে ৭ মাস ইনজুরিতে কোর্টের বাইরে ছিলেন। ২০১৩ সালে কোর্টে ফিরে দারুণ নৈপুণ্য দেখান। দুটি গ্র্যান্ডস্লামসহ ১১টি শিরোপা জিতেন। কিন্তু দেড় বছরেরও কম সময়ের মধ্যে আবার ছিটকে পড়েন কোর্টের বাইরে। এই দফায় প্রত্যাবর্তনের ম্যাচে হেরে গেলেন। হারের পর নাদাল বলেন, ‘এটি আমার ক্যারিয়ারে ইনজুরি থেকে তৃতীয় প্রত্যাবর্তন। তাই আগামী কয়েক মাস কিভাবে কাটে তা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালোভাবে করতে চেয়েছিলাম। কিন্তু হল না। অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে চাই। এটি আমার পছন্দের টুর্নামেন্ট। সেটি সম্ভব হবে কি না, জানি না। তবে ফিটনেস ফিরে পেতে কাজ করছি। যদি না পারি তবে রিও ও বুয়েন্স আয়ার্সে খেলব।’

(ওএস/পি/জানুয়ারি ০৭, ২০১৪)