স্পোর্টস ডেস্ক, ঢাকা : বুধবার নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেপা ডেল রে’র খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে দলটির তারকা ফুটবলার ফার্নান্দো তোরেসের। ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামের আর্জেন্টাইন ম্যানেজার ডিয়াগো সিমিওনে বিষয়টি নিশ্চিত করেন।

২০০৭ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের উদ্দেশ্যে স্পেন ছেড়েছিলেন তোরেস। এরপর চেলসি, এসি মিলান হয়ে আবার অ্যাটলেটিকোতে পাড়ি জমান ‘এল নিনো’। রোজেনারিদের হয়ে ফ্লপ মারা ইতালিয়ান ফুটবলার এলেসিও সেরেসির বদলে সান সিরো থেকে ধারে নিজের শৈশবের ক্লাবে ফেরেন তোরেস।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে ডিয়াগো সিমিওনে বলেন, ‘ আগামীকাল (বুধবার) তোরেস মাঠে নামছে। আসলে আমাদের যেকরম একজন ফুটবলার দরকার তোরেস ঠিক তাই। তাছাড়া সে ফিটও আছে। সেজন্য দলে তার উপস্থিতিতে আমি সুখী।’

(ওএস/পি/জানুয়ারি ০৭, ২০১৪)