স্পোর্টস ডেস্ক, ঢাকা : দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে ৮ উইকেটের বড় জয় পেয়েছে। এতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে তারা। এই জয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে আসেন প্রোটিয়াসরা। সোমবার চতুর্থ দিন শেষেই জয়ের অনেকটা কাছাকাছি ছিল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার শেষ দিনে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে মাত্র। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২৪ রানের প্রয়োজন ছিল প্রোটিয়াদের। দুই উইকেট হারিয়ে সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হয় তারা।

সহজ লক্ষ্যে মাঠে নেমেও সোমবার মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায়ই শেষ হয় চতুর্থ দিনের খেলা। পঞ্চম দিনে আরেকটি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় দলটি। প্রোটিয়াস ব্যাটসম্যানদের মধ্যে দিয়ান এলগার ৬০ ও হাশিম আমলা ৩৮ রান করে অপরাজিত ছিলেন। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩২৯ ও দক্ষিণ আফ্রিকা ৪২১ রান করে। আর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে করে ২১৫ রান।

এই জয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ৩১ ম্যাচে তাদের রেটিং ১২৪। অপরদিকে ৩৫ ম্যাচে অস্ট্রেলিয়ার রেটিং ১১৭।

(ওএস/পি/জানুয়ারি ০৭, ২০১৪)