স্টাফ রিপোর্টার : বিএনপির ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

তবে কার্যালয়ের সামনের সড়কে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

দুপুরে সড়কটির যান চলাচল নিয়ন্ত্রণে দুটি ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় পুলিশ কয়েকটি গাড়িতে তল্লাশিও চালায়।

এদিকে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নয়াপল্টন এলাকা ঘুরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অন্যান্য দিনের মতোই এ সড়কটিতে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।

সকাল ৭টার দিকে বিএনপি কার্যালয়ের প্রবেশপথে পুলিশের অবস্থান জোরদার করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় ফকিরাপুলে দুটি ব্যারিকেড দেয় পুলিশ।

এছাড়া দুপুরের দিকে মতিঝিলের ইত্তেফাক মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর পর পরই নয়াপল্টনে প্রবেশের সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে দেখা যায় পুলিশকে।

৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালন করতে বাধা দিলে অনির্দিষ্টকালের এ অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বুধবার অবরোধের দ্বিতীয় দিন চলছে।

(ওএস/পিবি/জানুয়ারি ০৭, ২০১৫)