স্পোর্টস ডেস্ক, ঢাকা : শিরোপা প্রত্যাশী লিভারপুল সেলহার্স্ট পার্কে সোমবার স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু খেলার শেষ ১১ মিনিটে এই ৩টি গোল পরিশোধ করে প্যালেস। আর অবিশ্বাস্য এই ৩টি গোল এসেছে আরও একটু ছোট করে বললে ৭৯ থেকে ৮৮ মিনিটের মধ্যে। ডোয়াইট গেইল ২টি গোল করেছেন। লিভারপুল ২৪ বছর পর শিরোপা জয়ের আশায় রয়েছে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেলেও কাজটি আরও জটিল হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি ও চেলসির কারণে। তাহলে কি শিরোপা আশা মলিন হয়ে গেল তাদের?

লিভারপুল ৩৭ ম্যাচে (মৌসুমের আর তাদের ১টি ম্যাচ বাকি) ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ৩৬ ম্যাচে সেখানে ম্যানচেস্টার সিটির অর্জন ৮০ পয়েন্ট। চেলসি ৭৯ পয়েন্ট তুলেছে ৩৭ ম্যাচেই। সিটির আশা উজ্জ্বল। কারণ ২টি ম্যাচ রয়েছে হাতে। আর গোল ব্যবধানে এগিয়েও রয়েছে তারা (৯ গোলে এগিয়ে, মোট গোলের হিসাব)। ফলে লিভারপুলের শিরোপা আশা এখন বিপন্ন।

এই ম্যাচে লিভারপুলের হয়ে গোল করেছেন জো অ্যালেন, ড্যানিয়েল স্টুরিজ ও লুইস সুয়ারেজ। ৩১তম প্রিমিয়ার লিগ গোল তার। অন্যদিকে প্যালেসের নায়ক জোড়া গোলদাতা ডোয়াইট গেইল। আর অপর গোলটি করেছেন ড্যামিয়েন ডিলেনে। এদিকে লিভারপুলের হয়ে প্রথম গোল অ্যালেনের। সোয়ানসি সিটিতে থাকার সময় প্রিমিয়ার লিগে সর্বশেষ গোলটি করেছিলেন ৭৩৭ দিন আগে।

সুয়ারেজ অসুস্থ ছিলেন। তারপরও গোল করেছেন। বমিও করেছেন খেলা শুরুর আগে। আর অনুশীলনে অসুস্থ ছিলেন। তবে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের যুগে ১ মৌসুমে এত গোল কোনো খেলোয়াড় করতে পারেননি।

মঙ্গলবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড রাত পৌনে ১টায় হালসিটির সঙ্গে লড়াই করবে। বুধবার একই সময়ে সিটির লড়াই অ্যাস্টন ভিলার সঙ্গে। আর লিভারপুল ১১ মে অ্যানফিল্ডে নিউক্যাসলের মুখোমুখি হবে।

(ওএস/পি/মে ০৬,২০১৪)

সেলহার্স্ট পার্কে সোমবার স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল শিরোপা প্রত্যাশী লিভারপুল। কিন্তু খেলার শেষ ১১ মিনিটে এই ৩টি গোল পরিশোধ করে প্যালেস। আর অবিশ্বাস্য এই ৩টি গোল এসেছে আরও একটু ছোট করে বললে ৭৯ থেকে ৮৮ মিনিটের মধ্যে। ডোয়াইট গেইল ২টি গোল করেছেন। লিভারপুল ২৪ বছর পর শিরোপা জয়ের আশায় রয়েছে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেলেও কাজটি আরও জটিল হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি ও চেলসির কারণে। তাহলে কি শিরোপা আশা মলিন হয়ে গেল তাদের?

লিভারপুল ৩৭ ম্যাচে (মৌসুমের আর তাদের ১টি ম্যাচ বাকি) ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ৩৬ ম্যাচে সেখানে ম্যানচেস্টার সিটির অর্জন ৮০ পয়েন্ট। চেলসি ৭৯ পয়েন্ট তুলেছে ৩৭ ম্যাচেই। সিটির আশা উজ্জ্বল। কারণ ২টি ম্যাচ রয়েছে হাতে। আর গোল ব্যবধানে এগিয়েও রয়েছে তারা (৯ গোলে এগিয়ে, মোট গোলের হিসাব)। ফলে লিভারপুলের শিরোপা আশা এখন বিপন্ন।

এই ম্যাচে লিভারপুলের হয়ে গোল করেছেন জো অ্যালেন, ড্যানিয়েল স্টুরিজ ও লুইস সুয়ারেজ। ৩১তম প্রিমিয়ার লিগ গোল তার। অন্যদিকে প্যালেসের নায়ক জোড়া গোলদাতা ডোয়াইট গেইল। আর অপর গোলটি করেছেন ড্যামিয়েন ডিলেনে। এদিকে লিভারপুলের হয়ে প্রথম গোল অ্যালেনের। সোয়ানসি সিটিতে থাকার সময় প্রিমিয়ার লিগে সর্বশেষ গোলটি করেছিলেন ৭৩৭ দিন আগে।

সুয়ারেজ অসুস্থ ছিলেন। তারপরও গোল করেছেন। বমিও করেছেন খেলা শুরুর আগে। আর অনুশীলনে অসুস্থ ছিলেন। তবে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের যুগে ১ মৌসুমে এত গোল কোনো খেলোয়াড় করতে পারেননি।

মঙ্গলবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড রাত পৌনে ১টায় হালসিটির সঙ্গে লড়াই করবে। বুধবার একই সময়ে সিটির লড়াই অ্যাস্টন ভিলার সঙ্গে। আর লিভারপুল ১১ মে অ্যানফিল্ডে নিউক্যাসলের মুখোমুখি হবে।

- See more at: http://www.thereport24.com/?page=details&article=25.31929#sthash.JvDfwD1e.dpuf