কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নিহত হওয়ার ঘটনায় অনির্ধারিত ছুটি শেষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় খুলছে। এর আগে আজ বুধবার সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. দেবাশীষ শর্মা আবাসিক হলসমূহ খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বৃহস্পতিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু হওয়ার কথা রয়েছে।

ক্লাস পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, সবকিছু ঠিক থাকলে দ্রুত ক্লাস-পরীক্ষা শুরু করা হবে।

গত ৩০ নভেম্বর বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস পরিস্থিতি। তখন বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা অর্ধশতাধিক বাস পুড়িয়ে দেয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরদিন ১ ডিসেম্বর থেকে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।

(কেকে/পিবি/জানুয়ারি ০৭,২০১৫)