কিশোরগঞ্জ প্রতিনিধি : ২০ দলীয় জোটের টানা অবরোধের কারণে কিশোরগঞ্জে তিনদিন ধরে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সাধারণ মানুষকে পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। ইজতেমার জন্যও কোন ছাড় দেওয়া হচ্ছে না।

অনেকেই সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। কেউ কেউ ইজতেমায় যাবার প্রস্তুতি নিয়েও আসছেন। কিন্তু বাস না পেয়ে তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন। বিকল্প হিসেবে সিএনজি অটোরিকসায় গাজীপুর পর্যন্ত দ্বিগুণ/তিনগুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে।

শুধু যাত্রী সাধারণই নয়, বাস শ্রমিকরাও পড়েছেন দুর্ভোগে। বাস বন্ধ থাকায় দৈনন্দিন খোরাকি পাচ্ছেন না তারা। এ নিয়ে তাদের ক্ষোভের অন্ত নেই।

(পিকেএস/এএস/জানুয়ারি ০৭, ২০১৫)