বগুড়া প্রতিনিধি : ২০ দলের ডাকা লাগাতার অবরোধে বগুড়ার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, কাঠ বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ, ভাংচুর ও পিকেটারদের ধাওয়া এবং ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ। এছাড়া মঙ্গলবার রাতে ও বুধবার সকালে মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থক জামায়াত বিএনপির কর্মীরা। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার রাতে বগুড়া শহরের সাতমাথায় আওয়ামলীলীগ কার্যালয়ের কিছু দূরে ৩টি ককটেল বিস্ফোরণ করে অবরোধকারিরা। ককটেল বিস্ফোরণে এক পথচারি আহত হয়। রাত ৯টার পর বগুড়ার গোকুলে একটি কাঠ বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে থানা ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিভিয়ে ফেলে। শহরের মাটিডালী বিমান মোড়ে ২/৩টি সিএনজি চালিত অটোরিকশা ব্যাটারী চালিত অটো রিক্সার গ্লাস ভাংচুর করে। এ ছাড়া অবরোধের সমর্থনে শহরের চারমাথায় মিছিল ও বুধবার বগুড়া শহরের ছিলিমপুরে নিরালা পাম্পের সামনে পিকেটিং করার সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে। এসম পালিয়ে যায় অবরোধ সমর্থকরা। এছাড়া শহরের তিনমাথা, চারমাথা ও মাটিডালি মোড়ে ককটেল বিস্ফোরণ করে জামায়াত শিবিরের কর্মীরা। শহরজুড়ে অতিরিক্ত পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দূর পাল্লার যানবাহন চলাচল করেনি। ট্রেন চলাচল করছে।

বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, মঙ্গলবার শহরের গোকুলে ৫ রাউন্ড ও বুধবার সকালে শহরের ছিলিমপুরে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

(এএসবি/এএস/জানুয়ারি ০৭, ২০১৫)