স্টাফ রিপোর্টার : রিমান্ড ও জামিন আবেদন খারিজ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ দিনের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়। হাজির করে তার বিরুদ্ধে ১০দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ।

রিমান্ড শুনানি শেষে বিচারক মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তাকে ১০ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

এদিকে মির্জা ফখরুলের পক্ষ থেকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তা খারিজ করে দেন।

সহিংসতা সৃষ্টির অভিযোগে সম্প্রতি পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় ফখরুলকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তাকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। সেখান থেকে তাকে নিয়ে বুধবার বিকেল ৩টার দিকে আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি রাজধানীতে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে।

এদিকে সিএমএম এলাকায় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগানও দেন তারা।

(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০১৫)