জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের উড়ি এলাকায় রেললাইনের দুটি ফিসপ্লেট ও কয়েকটি নাট-বল্টু খুলে ফেলেছে অবরোধকারীরা। এতে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জয়পুরহাটের সঙ্গে ঢাকা, রাজশাহী ও খুলনার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে জয়পুরহাট-জামালগঞ্জ রেললাইনের উড়ি মাধপাড়া ব্রিজ এলাকায় ৩৬ ফুট রেললাইন তুলে ফেলে অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে লাইন মেরামতের কাজ শুরু করে। এরপর সকাল ৯টা থেকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়পুরহাট স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, ফিসপ্লেট ও কয়েকটি নাট-বল্টু খুলে ফেলায় কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক হয়েছে।

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইন মেরামত হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৫ )