স্টাফ রিপোর্টার : শুক্রবার শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় মুসলিম জামায়েত বিশ্ব ইজতেমা। তবে রাজনৈতিক কর্মসূচির কারণে এ বছরের প্রথম পর্বের ইজতেমা বাধার সম্মুখীন হয়েছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি প্রত্যাহারের দাবি জানানো হলেও তা কানে নিচ্ছে না রাজনৈতিক বিরোধী জোট।

রাজনৈতিক কর্মসূচির (অবরোধ) কারণে এ বছরের তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা বাধার সম্মুখীন হচ্ছে, সরকারের পক্ষ থেকে ইজতেমা বাস্তবায়নে কী ধরনের প্রস্তুতি রয়েছে? জানতে চাইলে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নাই। অবরোধ বিএনপি দিয়েছে, প্রত্যাহারের বিষয়টি বিএনপিকে বলুন।’

এদিকে রাজনৈতিক কর্মসূচির কারণে ইজতেমার মুরব্বিরা দুশ্চিন্তায় পড়েছেন।

মুরব্বিরা জানান, পবিত্র হজের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকার তুরাগ নদের তীরে ৫০ বছরের ঐতিহ্য রয়েছে মুসলিম সম্প্রদায়ের এ জমায়েতের। সারা দেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম উম্মাহর অংশগ্রহণে প্রতিবছর সুষ্ঠুভাবে এ ধর্মীয় মিলনমেলা পালিত হয়। তবে এ বছর রাজনৈতিক কর্মসূচির কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিশ্ব ইজতেমা।

উল্লেখ্য, ১৯৪৬ সালে রাজধানীর কাকরাইল মসজিদে প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর লোকসংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৬৬ সালে গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ নদের তীরে বর্তমান স্থানে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। আর ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তুরাগতীরের ১৬১ একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৫ )