স্পোর্টস ডেস্ক : ২০০৩-০৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ খেলেছিল ভারত। ওই সিরিজে ব্যাট হাতে রাহুল দ্রাবিড় রেকর্ড ৬১৯ রান করেছিলেন, যা এরপর আর কেউ করতে পারেনি।

কিন্তু মহেন্দ্র সিং ধোনির পর অধিনায়কত্ব পাওয়া বিরাট কোহলি এবার ভেঙে দিলেন সেই রেকর্ড। ৬ জানুয়ারি শুরু হওয়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দুই ইনিংসে ১২১ রান করতে পারলেই রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যেতেন কোহলি। দুই ইনিংস প্রয়োজন হয়নি ড্যাশিং এই ব্যাটসম্যানের। প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে সেই রান তুলে নিয়েছেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ১২৯ রানে অপরাজিত আছেন।

এর আগে গেল তিন টেস্টে তিন সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির সুবাদে ৪৯৯ রান করেছিলেন তিনি।

দ্রাবিড় ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৯ সালে গুন্ডাপ্পা বিশ্বনাথ ৫১৮ করেছিলেন। ২০০১ সালে ভি ভি এস লক্ষ্মণ করেছিলেন ৫০৩ রান।

লক্ষ্মণকে ছাড়াতে কোহলির প্রয়োজন ছিল ৫ রান। আর বিশ্বনাথকে ছাড়াতে ২০ রান। বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৫ )