স্টাফ রিপোর্টার : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। অবস্থান নিচ্ছেন মুসল্লিরা নির্দিষ্ট জায়গায়। আসতে শুরু করেছেন বিদেশী মুসল্লিরাও।

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলীগ জামায়াত আয়োজিত এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে শুক্রবার ফজরের নামাজের পর। তাবলীগ জামায়াতের দেশ-বিদেশী মুসুল্লিরা দলে দলে ময়দানে আসছেন।

টানা অবরোধের কারণে পথে পথে ভোগান্তি নিয়ে ইজতেমা ময়দানে আসছেন দেশ-বিদেশী মুসল্লিগণ। আর সে কারণে অন্য বছরের তুলনায় এখনো পর্যন্ত মুসল্লিদের সমাগম অনেক কম হয়েছে।

ইজতেমার জন্য মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। শুক্রবার ইজতেমা শুরুর কথা থাকলেও তাবলীগের রেওয়াজ অনুযায়ী বৃহস্পতিবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তিন দিন ধরে সুশৃঙ্খলভাবে অবস্থান, ইবাদত বন্দেগির নিয়ম-কানুন ও করণীয় নিয়ে বয়ান শুরু হয়েছে।

আগামী তিন দিন ধরে ইজতেমায় ঈমান, আমল, আখলাখসহ তাবলীগের ছয় উসুল বা মূলনীতির ওপর বয়ান করবেন তাদের শীর্ষ মুরব্বিগণ।

(ওএস/এএস/জানুয়ারি ০৮, ২০১৫)