কুষ্টিয়া  প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান মৃদুলের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে।

মেহেদী বর্তমানে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালের চিকিৎসাধীন। হাসপাতালের বেডে অশ্রুসিক্ত মেহেদীর দু’চোখে বাঁচার স্বপ্ন। কিন্তু তার এই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা ব্যয়।

মেহেদীর চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসা দিতে পারলে হয়তো বেঁচে যাবে। কিন্তু এর জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

মেহেদী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার কলেজপাড়া এলাকার রওশন আলীর ছেলে। তিনি ছেলের উন্নত চিকিৎসার ব্যয় বহনে ব্যর্থ হয়ে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

আমাদের সবার ছোট ছোট প্রচেষ্টা আর কিছু সাহায্য একটি স্বপ্নকে বাঁচাতে পারে, পারে মেহেদীর অসহায় মা-বাবার মুখে হাসি ফুটাতে।

মেহেদীকে সাহায্য পাঠাতে: বিকাশ নম্বর- ০১৭২২৬৩৬৪১৭, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নম্বর- ০১৭২২৬৩৬৪১৭-৯, মেহেদীর বাবার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর- সঞ্চয়ী হিসাব-৮৯৫৯, অগ্রণী ব্যাংক, আলমডাঙ্গা শাখা, চুয়াডাঙ্গা।

(কেকে/পিবি/জনুয়ারি ০৮,২০১৫)