পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদ্রাসায় বরাদ্ধকৃত টেস্ট রিলিফ ( টি আর) এর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ম্যানেজিং কমিটির সভাপতি এ চাল আত্মসাৎ করেছে বলে সূত্র জানিয়েছে।

খোঁজ নিয়ে যানা গেছে, রাঙ্গাবালী উপজেলায় বড়বাইশদিয়া ইউনিয়নের পশ্চিম গাব্বুনিয়া দাখিল মাদ্রাসার চেয়ার, টেবিল, বেঞ্চসহ আনুসাঙ্গিক উন্নয়নের জন্য ২ টন চাল বরাদ্ধ দেয়া হয়। ঐ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এনামূল ইসলাম লিটুকে সি,পি,সি, করে নিয়মানুযায়ী তার কাছে চাল হস্তান্তর করা হয়। কিন্তু অদ্যবধি ঐ চাল অথবা চালের কোন টাকা মাদ্রাসায় পৌছায়নি বলে শিক্ষকরা জানিয়েছেন।

তারা আরো জানান, বেঞ্চের অভাবে শিক্ষর্থীরা নিচে বসে ক্লাস করছে। আর সরকারী অনুদান দেয়া সত্ত্বেও তা আমরা পাচ্ছিনা। এ ব্যপারে এনামুল ইসলাম লিটু জানান, বরাদ্ধকৃত চাল দিয়ে দেয়া হয়েছে। অপরদিকে মাদ্রাসার সুপার মাওলানা মো. ইলিয়াস বলেন, আমার মাদ্রাসায় টি, আর, এর চাল দেয়া হয়েছে, এই আমি আপনাদের কাছে প্রথম শুনলাম। এর আগে আমি শুনি নাই।

(আরআর/এএস/জানুয়ারি ০৮, ২০১৫)