স্টাফ  রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশন বিশ্ব ইজতেমার স্বার্থে রাজনৈতিক দলগুলোর প্রতি অবরোধ ও হরতাল বন্ধের আহ্বান জানিয়েছে। বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, লাগাতার অবরোধ ও কয়েকটি জেলায় হরতালের কারণে মুসল্লীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে যানবাহনের অভাবে ইজতেমা স্থলে পৌঁছাতে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। এ ছাড়া বেনাপোলসহ স্থল সীমান্ত দিয়ে অনেক মেহমান বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসেছেন। তারা এখন যানবাহনের অভাবে নির্বিঘ্নে ইজতেমাস্থলে পৌঁছাতে পারছেন না।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, তাবলীগ ও দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে বাংলাদেশে যে সমুন্নত মর্যাদা রয়েছে তা ধরে রাখা সবার দায়িত্ব। এ কারণে রাজনৈতিক এসব কর্মসূচি প্রত্যাহার করা দরকার।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বিশ্ব ইজতেমা আগে ছোট পরিসরে হতো। তবে এখন তা অনেক বৃহৎ পরিসরে হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস সদস্য মেজবাহ-উর রহমান, মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।

(ওএস/পিবি/জানুয়ারি ০৮, ২০১৫)