ঝিনাইদহ প্রতিনিধি : দেশে চলমান রাজনৈতিক যে সংকট দেখা দিয়েছে তার জন্য দায়ী বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন খালেদা জিয়া দেশকে খণ্ড-বিখণ্ড করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’

জেলা শহরের পায়রা চত্বরে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ)’র জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া দেশেকে এক অংশ থেকে অন্য অংশের সঙ্গে বিচ্ছিন্ন করতে চান। তিনি দেশে জঙ্গীবাদ কায়েম করতে চান।’

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া হরতালের নামে জ্বালাও পোড়াও অবরোধসহ অস্থীতিশীল পরিবেশ সৃষ্টির উস্কানী দিয়ে চলেছেন। এভাবে চলতে থাকলে তিনি জঙ্গীবাদ সহিংসতা ও উস্কানীদাতার রানী হিসেবে চিন্থিত হবেন। তিনি এ কাজ থেকে বেরিয়ে আসতে পারেননি তাই তাকে এ সব কাজ থেকে বিরত রাখার জন্য সরকার তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। জঙ্গীবাদ ও নাশকতা যেভাবে দমন করা হয় আমরাও সেভাবে বর্তমান সৃষ্ট পরিস্থিতি দমন করব।’

ইনু বলেন, ‘বর্তমানে উস্কানীদাতা হিসাবে বের হয়ে আসতে পারবেন কিনা তার উপর নির্ভর করছে খালেদা জিয়ার ভবিষ্যতের রাজনীতি। গণতান্ত্রিক সরকারের সঙ্গে অগণতান্ত্রিক জঙ্গী মদদ দাতাদের কোনো সংলাপ হতে পারে না।’

গণমাধ্যম কোনো উস্কানী ও নাশকতা প্রচারের যন্ত্র নয় বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

জেলা জাসদের সভাপতি জাহিদুর ইসলাম টিপুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দলের সাধরণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার এমপি ‍উপস্থিত ছিলেন।

সম্মেলন পরিচালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররোম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় স্থানীয় ডা. কে আহম্মেদ অডিটরিয়ামে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঝিনাইদহ প্রেস ক্লাবে মতবিনিময় তথ্যমন্ত্রী।

(ওএস/এএস/জানুয়ারি ০৮, ২০১৫)