স্পোর্টস ডেস্ক, ঢাকা : ‘শেষ ভালো যার, সব ভালো তার’ এমন একটি প্রবাদ আছে। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান বোধ হয় এ প্রবাদের সত্যতা প্রমাণ করার চেষ্টা করেছেন! পাঁচ নাম্বারে থেকে সামিট ওপেনের প্রথম রাউন্ডের খেলা শেষ করেন সিদ্দিকুর রহমান।

আর শেষের দুটি রাউন্ডে ঘুরে দাঁড়ান তিনি। এখানেই শেষ নয়, কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যান সিদ্দিকুর। সামিট ওপেনের শিরোপা জিতলেন তিনি। এ নিয়ে টানা দুটি শিরোপা জিতে বছরের শুরুটা স্মরণীয় করে রাখলেন দেশসেরা এই গলফার। এর আগে ২০১৫ সালের প্রথম দিনই জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলেন সিদ্দিকুর।

বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১০ শট কম খেলেছেন সিদ্দিকুর। তবে এই পারফরম্যান্সই তার ট্রফি জয়ের জন্য যথেষ্ট ছিল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় ১ লাখ ৩০ হাজার টাকা প্রাইজমানি জিতেছেন তিনি।

এদিকে, পারের চেয়ে আট শট কম খেলে রানার্স-আপ হয়েছেন মোহাম্মদ দুলাল হোসেন। তার হাতে উঠেছে ৮৯ হাজার ৬০০ টাকা প্রাইজমানি। তৃতীয় হয়েছেন মো. সায়েম। পারের চেয়ে ছয় শট কম খেলেছেন তিনি।

উল্লেখ্য, ১০ লাখ টাকা প্রাইজমানি সামিট ওপেনে দেশের ৪৯ জন গলফার প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

(ওএস/পি/জানুয়ারি ০৮, ২০১৪)