স্পোর্টস ডেস্ক, ঢাকা : জিম্বাবুয়ের নির্বাচক প্যানেল আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। স্কোয়াডের বড় চমক হ্যামিল্টন মাসাকাদজা! প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।

দীর্ঘ ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে থাকলেও এখনো পর্যন্ত তার বিশ্বকাপ খেলা হয়নি। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাসাকাদজার। অভিজ্ঞতাহীনতা, ইনজুরি ও বাজে পারফরম্যান্সের দায়ে ২০০৩, ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপে খেলতে পারেননি জিম্বাবুয়ের এই ওপেনার। দলের অধিনায়কের ভূমিকায় থাকবেন এলটন চিগুম্বুরা। এ দিকে, বাংলাদেশ সফরে এসে প্রথমে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে। এরপর ওয়ানডেতেও তাদের একই পরিণতি। পাঁচ ম্যাচ সিরিজে সব কটিতে হেরে যায় সফরকারীরা। এক কথায় ডাবল হোয়াইটওয়াশ হয়েই দেশের বিমান ধরে জিম্বাবুয়ে।

গত ১৮ ডিসেম্বর কোচের পদ থেকে স্টিভেন ম্যাঙ্গোঙ্গোকে বরখাস্ত করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলকে উজ্জ্বীবিত করতে দিন দশেকের ব্যবধানে বাংলাদেশের প্রাক্তন কোচ হোয়াটমোরকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় তারা। তার অধীনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠ্যেয় বিশ্বকাপে ভালো ফল বয়ে আনতে মুখিয়ে রয়েছেন চিগুম্বুরা-টেলর-মাসাকাদজারা।

জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াড : এলটন চিগুম্বুরা (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা, তাফাদজা কামুনগোজি, স্টুয়ার্ট মাৎসিকেনেরি, সলোমন মারে, শন উইলিয়ামস, তাওয়ান্দ মুপারিয়া, রেগিস চাকাবা, তেন্দাই চাতারা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, তিনাশে পানিয়াঙ্গারা, প্রসপার উতসেয়া ও ব্রেন্ডন টেইলর।

(ওএস/পি/জানুয়ারি ০৮, ২০১৪)