স্পোর্টস ডেস্ক, ঢাকা : সাকিব আল হাসান বিগব্যাশ খেলতে অস্ট্রেলিয়াতে আছেন। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন তিনি। বুধবার নতুন মৌসুমে মাঠেও নেমেছিলেন টি-২০’র বিশ্বসেরা এই অলরাউন্ডার। টানা তিন ম্যাচ হরের পর সাকিবের ছোয়ায় জয়ের ধারায় ফিরেছে মেলবোর্ন রেনেগেডস। বুধবার হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৩৭ রানে জয় পায় মেলবোর্নের দলটি। সাকিব ব্যাট হাতে ১৪ রান করার পর বল হাতে নিয়েছেন ২টি উইকেট। সাকিবদের পরবর্তী ম্যাচ শনিবার। এদিন মেলবোর্ন স্টারর্সের বিপক্ষে লড়বে সাকিবের মেলবোর্ন রেনেগেডস।

এর পর ১৩ জানুয়ারি ব্রিসবেন হিট ও ১৯ জানুয়ারি সাকিবের গত মৌমুসের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে রেনেগেডস। বিগ ব্যাশের ম্যাচগুলো শেষ করে সাকিব অস্ট্রেলিয়াতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

(ওএস/পি/জানুয়ারি ০৮, ২০১৪)