নওগাঁ প্রতিনিধি : বুধবার দিনগত রাত ৮টায় নওগাঁর বিশিষ্ট ভাষা সংগ্রামী ও শিক্ষাবিদ মোঃ আলতাফ হোসেনের ৮০তম জন্মদিন পালন করা হয়েছে। কে ডি সরকারী উচ্চ বিদ্যালয় শহীদমিনার চত্বরে একুশে উদযাপন পরিষদ তাঁর এই জন্মদিন ঘটা করে পালন করে। একুশে উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতেই নওগাঁর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ মোঃ আলতাফ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানায়।

পরে তাঁর ব্যক্তি ও কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক তৌহিদ আহমেদ, অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম খান, আস্তান মোল্লা কলেজের অধ্যক্ষ মোর্তুজা রেজা, অধ্যাপক পিযুষ কান্তি ফৌজদার, নওগাঁ করোনেশন হল সোসাইটির সাধারন সম্পাদক এস এম জহুরুল ইসলাম ইদুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উদীচীর সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মন্টু, একুশে উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এম এম রাসেল এবং শিক্ষাবিদ ও ভাষা সংগ্রামী মোঃ আলতাফ হোসেন। পরে স্থানীয় বিভিন্ন সংস্কৃতিক সংগঠন সেখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

(বিএম/পি/জানুয়ারি ০৮, ২০১৪)