বাগেরহাট প্রতিনিধি : বর্তমান সরকার অবহেলিত জনগোষ্ঠির উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হওয়ায় দেশের জনগনের আয় বৃদ্ধির কারনে দেশ আজ মধ্য আয়ের দেশে পরিনত হতে চলেছে।

বৃহস্পতিবার দুপুরে সমাজসেবার দিন বদলে,এগিয়ে যাবো সমান তালে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সমাজসেবা সপ্তাহ-২০১৫ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি একথা বলেন। বাগেরহাটের কচুয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম,নাজমা সরোয়ার, ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।

সমাজসেবা অফিসার জাকির হোসেন হাওলাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান খান আ. কাদের, মোস্তাজাবুল হক প্রমুখ। এসময়ে প্রতিবন্দি ভাতার পাশ বই, হুইল চেয়ার ও কম্বল বিতরন করা হয়।

(একে/এএস/জানুয়ারি ০৮, ২০১৫)