স্পোর্টস ডেস্ক, ঢাকা : লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে ভিন্ন কোথাও পাড়ি জমাচ্ছেন, সম্প্রতি গুঞ্জনটি বেশ চাউর হয়ে উঠেছে। এটি অবশ্য গুঞ্জনের কাতারেই রাখছেন বার্সা সভাপতি জোসেফ বার্তেমিউ। তিনি জানিয়ে দিয়েছেন, মেসি বার্সেলোনাতেই থাকবেন। আর্জেন্টাইন তারকা বিক্রি করার নয়।

এই সুযোগে অবশ্য মেসিতে দলে ভেড়াতে হাত বাড়িয়েছে ইউরোপের বেশ কয়েকটি নামিদামি ক্লাব। তাদের মধ্যে ইংলিশ ক্লাব চেলসি ও ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। এদিকে, মেসিকে চেলসিতে ভেড়াতে প্রলোভন দেখানোর চেষ্টা করছেন সেস ফ্যাব্রিগাস! কাতালান ক্লাবটির মূল খেলোয়াড়কে প্রলোভন দেখানোয় ফ্যাব্রিগাসের সমালোচনায় মেতে উঠেছে বার্সা। কিন্তু এমন খবর প্রকাশ হওয়ায় বিব্রতবোধ করছেন ফ্যাব্রিগাসও।

এমন খবরের ভিত্তি নাই বলে দাবি করেন তিনি। সাংবাদিকদের সামনে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি বক্তব্য পেশ করেন ফ্যাব্রিগাস। ‘ওন্ডা কোরে’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি বার্সেলোনায় বেশ সুখেই আছে। আর ক্লাবও তাকে নিয়ে সন্তুষ্ট। আমি তখনই বিব্রতবোধ করি, যখন শুনি লোকে বলাবলি করছে, চেলসিতে টানতে আমি নাকি মেসিকে প্রলোভন দেখাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘তারা কিভাবে চিন্তা করে যে আমি মেসির চুক্তি নিয়ে কথা বলতে পারি। আমি চেলসির কোনো কর্মকর্তা নই। আমি এখানকার একজন ফুটবলার মাত্র।’

(ওএস/পি/জানুয়ারি ০৯, ২০১৫)