বরিশাল প্রতিনিধি : জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ মাঠের পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা ২০১৫ উপলক্ষে শুক্রবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মাহিলাড়া ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় একুশ উদযাপন ও বইমেলা কমিটির আহ্বায়ক জেলার শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, প্রভাষক হুমায়ুন কবীর, গনেশ চন্দ্র মন্ডল, অধ্যাপক জিনাত জাহান খান, হৃদয়ে একুশ স্মরনিকার প্রকাশক ও স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, সাবেক প্রধান শিক্ষক ইসাহাক আলী সরদার, ব্যবসায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হারুন বয়াতী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, বীর প্রতীক সুধীর কুমার দাস, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রিপন প্রমুখ।

(টিবি/পি/জানুয়ারি ০৯, ২০১৫)