নাটোর প্রতিনিধি : বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় নাটোরে অনুষ্ঠিত হলো মহাপ্রভুর ভোগ মহোৎসব। শুক্রবার কাকডাকা সকাল থেকে শহরতলির জংলি কালীমাতার মন্দিরে এই ভোগ উৎসবের আয়োজন করা হয়। জংলি মহাশ্মশান কমিটি প্রতিবছর বাংলার পৌষ মাসের শেষ শুক্রবার এই মহোৎসবের আয়োজন করে থাকে। হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণীর কয়েক হাজার নারী-পুরষ এই উৎসবে অংশ নেয়।

জংলী মহাশ্মশান কমিটির সভাপতি জীতেন্দ্র নাথ দে জানান, সৃষ্টির আদি থেকে করুনাময় ভগবান জড় বন্ধনে আবদ্ধ জীবকে তাঁর অমৃতময় বাণী দিয়ে মুক্তির পথ দেখিয়ে আসছেন। অথচ তাঁর দেওয়া সেই উপদেশ ভুলে গিয়ে বিপথগামী হচ্ছি। এ কারণে মানুষের দুঃখ-কষ্ট ও অশান্তি বর্তমানে প্রকট হয়ে উঠেছে। তাই বিশ্বের সকল জীবের শান্তি কল্পে প্রতিবছর বাংলা মাসের পৌষ মাসের শেষ শুক্রবার এই ভোগ মহোৎসবের আয়োজন করা হয়।

আয়োজক কমিটির সদস্য দিলীপ কুমার জানান, প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত এই উৎসবে যোগ দিতে আসেন। কিন্ত এবার অবরোধের কারনে দুর দরান্তরের ভক্তরা এই উৎসবে যোগ দিতে পারেননি। তবুও প্রায় তিন হাজার ভক্ত এবারের উৎসবে অংশ নিয়েছে।

(এমআর/পি/জানুয়ারি ০৯, ২০১৫)