বগুড়া প্রতিনিধি: বগুড়া থেকে দুরপাল্লার বাস ও ট্রাক চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। শুক্রবার সকালে বগুড়া সার্কিট হাউসে প্রশাসনের সঙ্গে যৌথ সভায় আইনশৃংখলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় মালিক শ্রমিকরা জানান, সড়ক, মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা পেলে তারা সড়ক মহাসড়কে গাড়ী বের করবে। এ ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার আশ্বাস দেওয়া হয়। এ আশ্বাসের প্রেক্ষিতে বাস ও ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা শুক্রবার থেকে গাড়ী চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শুক্রবার বিকেল সোয়া ৩টায় বগুড়া কোচ টার্মিনাল থেকে কয়েকটি বাস ছেড়ে গেছে।


(এএসবি/অ/জানুয়ারি ০৯, ২০১৫)