বগুড়া প্রতিনিধি : ২০ দলের অবরোধচলাকালে বগুড়ায় শুক্রবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির নেতাসহ ৫১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে বগুড়া তারেক রহমান পরিষদের সদস্য সচিব মাহিদুল ইসলাম গফুর, জামায়াত নেতা এরশাদুল বারি এরশাদ রয়েছে।

জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি দল শহরের জামিলনগরে ক্লাবঘরের সামনে থেকে বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক এরশাদুল বারী এরশাদকে গ্রেফতার করে নিয়ে যায়। বুধবার অবরোধ চলাকালে পুলিশের সাথে শিবির কর্মিদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার এক নম্বর আসামী তিনি।

এর আগে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তারেক রহমান পরিষদের সদস্য সচিব মাহিদুল ইসলাম গফুরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সকালে শহরের শাকপালায় জোটের সমাবেশের পাশ থেকে ৬ শিবির কর্মিকে আটক করে পুলিশ। দুপুরে ধুনটের হুকুমআলী বাসষ্ট্যান্ড এলাকায় সমাবেশে লাঠিচার্জ করে ৫ বিএনপি কর্মিকে গ্রেফতার করা হয়। এছাড়া শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক, বিএনপি ও ছাত্রদলের ৪ জনসহ জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ আরও ৩৮ জনকে গ্রেফতার করেছে।

বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নাশকতার আশংকায় বিএনপি নেতা মাহিদুল ইসলাম গফুর ও জামায়াত নেতা এরশাদুল বারি এরশাদ সহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

(এএসবি/অ/জানুয়ারি ০৯, ২০১৫)