বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে রবিবার। মেলায় জেলার বিভিন্ন বিজ্ঝান ক্লাব, স্কুল কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেবন। এজন্য ৬৫টি স্টল করা হয়েছে।

শনিবার বগুড়া জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বগুড়া শহরের জিলা স্কুল মাঠে বিকাল ৪টায় ডিজিটাল মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। সভপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম। সংবাদ সম্মেলনে বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, ইতিমধ্যে ৪৫টি স্টল বরাদ্ধ হয়েছে। চাহিদা বৃদ্ধির কারণে আরো ২০টি স্টল করা হয়েছে। জেলায় ৪র্থ বারের মত এ মেলা আয়োজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশান (এটুআই) প্রকল্পের উদ্যোগে ও বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় মেলা শুরু হবে রবিবার বিকালে।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, বগুড়া জেলা তথ্য সিনিয়র কর্মকর্তা মজিবর রহমান, বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজীউর রহমান, এনডিসি প্রত্যয় হাসান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

(এএসবি/পি/জানুয়ারি ১০, ২০১৫)