স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে নিয়ে শিষ্ঠাচার বহির্ভূত প্রতিবেদন ছাপিয়েই যাচ্ছে। বিচারাধীন অবস্থায় থাকা রুবেল হোসেনকে 'ধর্ষক' ও 'প্রতারক' বলতে কোন কার্পণ্য করছে না কলকাতা থেকে প্রচারিত বেশ কয়েকটি জনপ্রিয় পত্রিকা ও নিউজ পোর্টাল! শুক্রবার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় নিউজ পোর্টাল প্রিয়.কম। ঠিক এর পরেই আলোচনার ঝড় ওঠে ফেইসবুক জুড়ে। ফুসে ওঠে বাংলাদেশের ক্রীড়া প্রেমী দর্শক, খেলোয়াড় সহ ক্রীড়া সাংবাদিকগণও।

কলকাতার জনপ্রিয় পত্রিকা 'এই সময়'-এর শিরোনাম "ধর্ষণ করে বাংলাদেশের বিশ্বকাপ পেসার জেলে"। এখনও মামলাটি বিচারাধীন, সেখানে 'ধর্ষক' বলা হচ্ছে রুবেলকে! আরেকটি জনপ্রিয় অনলাইন পত্রিকার শিরোনাম, "প্রতারক রুবেলের বিকল্প খুঁজছে বিসিবি" (kolkata24X7)। চোখ কপালে ওঠার মত শিরোনাম! প্রতারক বলা হচ্ছে তাকে। কিন্তু প্রতারক বলা যাচ্ছে কি করে? এখানেও তো একই কথা, মামলাটি তো এখনও বিচারাধীন! আর মামলাটি তো নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার হয়েছে, প্রতারণা নয়!

আরেকটি বিষয় হল ভারতীয় গণমাধ্যম বেশ ফলাও করে লিখছে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেট স্কোয়াডের খেলোয়াড় ধর্ষণ করেছে। এখানে বাংলাদেশ ক্রিকেটর নামও জড়িত। যার ফলে কলঙ্কের কালিমা পড়ে যাচ্ছে পুরো বাংলাদেশ ক্রিকেট দলের উপর! ফেইসুবকে বাংলাদেশের আধুনিক ক্রীড়া সাংবাদিকতার আইকন ফরহাদ মান্নান টিটো লিখেছেন, 'এটা কোনো সাংবাদিকতা নয়, অসভ্যতা। পাঠক, আপনারা ভুল করছেন। এখানে রুবেল না টার্গেট বাংলাদেশ। বাংলাদেশকে খাটো করার উদ্দেশ্য নিয়ে এমন হেডিং করা হয়েছে... এটা আমি বাজী ধরে বলতে পারি। কারণ 'ওদের এই কু- অভ্যাসটা অনেক অনেক বছরের, নতুন কিছু না। Shame on them!'

মানব কন্ঠের ক্রীড়া প্রতিবেদক সাইফ হাসনাত লিখেছেন, 'এইটা ইন্ডিয়া টাইমসের একটা সিস্টার কনসার্ন। নিজেরা দোষ করে বেড়ায়, এখন প্রমাণ করতে চায় অন্যরাও করে। এতে ওদেরটা একটু হালকা হবে...'

কম যায়নি বাংলাদেশের ক্রীড়া প্রেমীগণ। নিউজ ফিডে waker ismail লিখেছেন, 'এটা সত্যি খুব বাজে বিষয়। ইচ্ছে করেই এই বাজে কাজটি করছে ভারতের মিডিয়া।'

এমনকি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এ সম্পর্কে বলেন, 'আমি নিজের চোখে পত্রিকাটি দেখিনি। যদি সত্যি লেখা হয় (প্রতারক, ধর্ষক) তাবে এটি বাংলাদেশ ক্রিকেটর জন্য নেগেটিভ মার্কেটিং।'

(ওএস/পি/জানুয়ারি ১০, ২০১৫)