স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রথমবারের মতো বাংলাদেশে কোনো ক্রিকেটারকে নিয়ে প্রকাশিত হলো বই। অবসরে চলে যাওয়া কোনো সাবেক ক্রিকেটারকে নিয়ে নয়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। শনিবার ঢাকার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাকিব আল হাসানকে নিয়ে লেখা দেবব্রত মুখোপাধ্যায়ের বই ‘সাকিব আল হাসান : আপন চোখে, ভিন্ন চোখে’-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেছেন সাকিব আল হাসানের মা শিরিন আখতার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিগ ব্যাশ টি-২০ ক্রিকেট খেলতে সাকিব আল হাসান আছেন অস্ট্রেলিয়ায়। তাই তাকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচনে থাকতে পারেননি সাকিব।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাকিবের মা বলেছেন, ‘আমি খুবই খুশী হয়েছি সাকিবকে নিয়ে একটি বই লেখা হয়েছে। সেই বইয়ের মোড়ক উন্মোচনে আমি উপস্থিত হতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি নিজে দেখেছি এই বইটি লিখতে কতো পরিশ্রম করতে হয়েছে লেখককে। আমি সাকিবের এই বইয়ের সাফল্য কামনা করছি।’

এ ছাড়া সাকিবের বর্তমান ও ভবিষ্যতের জন্য সকলের দোয়া চেয়ে গর্বিত এই মা বলেছেন, ‘আমার ছেলে আপনাদের সবার দোয়াতেই এই পর্যন্ত এসেছে। তাকে নিয়ে সবাই গর্ব অনুভব করে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ওর জন্য দোয়া করবেন। ও যেন সুস্থ থাকতে পারে, ভাল থাকতে পারে, সে জন্য দোয়া করবেন।’

বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান আমিনুল ইসলাম বুলবুল এশিয়া ক্রিকেট কাউন্সিলের হয়ে তার কাজ করার ক্ষেত্রে সাকিবকে নিয়ে হওয়া নানা অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন। তিনি বলেছেন যে, পৃথিবীর যে প্রান্তেই তিনি যান না কেন, সাকিব বিষয়ে সব জায়গাতেই সমান আগ্রহ টের পান; ‘আমি চীন, কুয়েত, কোরিয়ার মতো দেশে গেছি ক্রিকেট নিয়ে কাজ করতে। যারা ক্রিকেটেরও নাম শোনেনি মনে হয়, তারাও সাকিবকে চেনে। আমাকে বলে, সাকিবের সঙ্গে একটা ছবি তুলতে চায়। কোরিয়ায় এশিয়ান গেমসের সময় আমরা কোরিয়ানদের মধ্যে পর্যন্ত সাকিবকে নিয়ে আগ্রহের কথা টের পেয়েছি।’

বুলবুল আরো বলেছেন, ‘ক্রীড়াবিদদের নিয়ে আমাদের এখানে এখনও সেভাবে লেখালিখি শুরু হয়নি। দেবব্রত মুখোপাধ্যায়ের এই বইটাকে আমি একটা শুরু হিসেবে দেখতে চাই। আমাদের দেশের কৃতী সব ক্রীড়াবিদকে নিয়ে আরো অনেক অনেক বই অনেকে লিখবেন বলে আশা করি।’

এ ছাড়া বইটির লেখক দেবব্রত মুখোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন, ‘বাংলাদেশ থেকে কেউ ভাল কোনো কাজ করে বিশ্বের এক নম্বর হবে, এ আমরা কল্পনাও করতে পারতাম না। সাকিব বাংলাদেশের সেই আইকনে পরিণত হয়েছে। সে জন্যই ক্রিকেটারদের নিয়ে লেখার শুরুটা সাকিবকে দিয়ে করাটাই ছিল সবচেয়ে যুক্তিযুক্ত কাজ।’

(ওএস/পি/জানুয়ারি ১০, ২০১৫)