বগুড়া প্রতিনিধি : ফেসবুকে স্কুলে যাতায়াতের ভোগান্তির ছবি দেখে রাস্তা নির্মাণে এগিয়ে আসলেন আ’লীগ নেতা শাহী সুমন। সারিয়াকান্দির চন্দনবাইশা নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় ও চন্দনবাইশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তাটি নিজ উদ্যোগে নির্মাণ করে দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। শনিবার তিনি এ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা আওয়াী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান রেজা, চন্দনবাইশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী শিক্ষিকা মাহবুবা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। উলে¬খ্য ওই এলাকার সহিদুল নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রাস্তাটিতে যাতায়াতের ভোগন্তির একটি ছবি পোষ্ট করেন। ফেসবুকে ছবিটি দেখে তিনি শনিবার বিকেলে রাস্তাটি পরিদর্শন করে সাথে সাথে রাস্তাটি নির্মানে সার্বিক সহযোগীতা করার ঘোষনা দেন এবং নির্মাণ কাজের উদ্বোধন করেন। তার এ কাজে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী প্রশংসা করেন। এব্যাপারে আলমগীর শাহী সুমন বলেন, একদিনের বৃষ্টিতে রাস্তায় পানি জমে চলাচলের অনুপোযোগী দেখে রাস্তাটি নির্মানের উদ্যোগ নিয়েছি। আগামীতে বৃষ্টির পানি জমে যাতে ওই রাস্তায় যাতায়াতে শিক্ষার্থীদের কোন রকম দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য রাস্তা নির্মানে এগিয়ে এসেছি।

(এএসবি/পি/জানুয়ারি ১০, ২০১৫)