স্পোর্টস ডেস্ক, ঢাকা : তামিম ইকবাল ও তার স্ত্রী হাঁটুর ইনজুরির চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এ ড্যাশিং ওপেনার। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। হাসপাতালের চার-দেয়ালে বন্দী থেকে হাঁপিয়ে উঠেছিলেন তিনি। তাইতো বন্ধুর খেলা দেখতে ছুটে গেলেন মাঠে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাকিবের দল মেলবোর্ন রেনেগেডস ও মেলবোর্ন স্টারর্সের মধ্যকার চলমান ম্যাচটি মাঠে বসেই উপভোগ করছেন তামিম ইকবাল। তিনি তার ফেসবুক পেজে গ্যালারিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ছবি কিছুক্ষণ আগে আপলোড করেন।

বুধবার সাকিব মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথম ম্যাচ খেলেন। পরদিন হাসপাতালে ছুটে যান তামিমকে দেখতে। সেদিনই তামিম কথা দিয়েছিলেন সাকিবের পরের ম্যাচটি আর মিস করছেন না তিনি। কথা রেখেছেন। গ্যালারিতে বসে উপভোগ করছেন ম্যাচটি। যদিও সাকিব এ ম্যাচে জ্বলে উঠতে পারেননি। ব্যাট হাতে ১ রান ও বল হাতে নিয়েছেন ১ উইকেট। আসন্ন বিশ্বকাপে এ মাঠেই বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। মাঠ সম্পর্কে ধারণা আগেই পেয়ে গেলেন সাকিব। বন্ধুর কাছে থেকে ক্যাম্প শুরুর আগে আজই কিছু টিপস নিয়ে নিতে পারেন তামিম।

(ওএস/পি/জানুয়ারি ১০, ২০১৫)