নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ মুছাপুরের মিনারবাড়ি এলাকার নিখোঁজ কাপড় ব্যবসায়ী আমানউল্লাহকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তবে নিখোঁজ ব্যবসায়ী আমানউল্লাহ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি। সে অপহরণ বা নিখোঁজ হয়নি।

তবে আতঙ্কের নগরীতে পরিণত নারায়ণগঞ্জে এ ধরনের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন।

মঙ্গলবার রাত পৌনে ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, আমানউল্লাহ গাজীপুরের তারা মিয়ার কাছে টাকা নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গাজীপুর না গিয়ে মাগুরা তাজিমুল নামের এক বন্ধুর বাড়িতে চলে যান। মঙ্গলবার দুপুরে সে ঈগল পরিবহনের বাসে করে ফিরে আসলে রাতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে নিখোঁজের পরিবার ও নিখোঁজ হওয়া ব্যক্তির বক্তব্যের মধ্যে যথেষ্ট গরমিল থাকায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার আরো বলেন, বর্তমানে এ ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে আমাদের কষ্ট দেওয়া হচ্ছে। এতে করে আমাদের প্রধান দায়িত্ব (প্রাইম জব) ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের শঠতা, দুরভিসন্ধিমূলক কাজ যাতে সমাজে বিস্তার না ঘটে এজন্য সাংবাদিকদের মাধ্যমে সকলের প্রতি আহবান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, মোঃ জাকারিয়া, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার মোর্শেদ প্রমুখ।

(ওএস/এইচআর/মে ০৭, ২০১৪)