নিউজ ডেস্ক : সম্প্রতি নিজের সাধের একমাত্র ড্রোনকে রক্ষা করতে পানিতে ঝাঁপ দিলো জুইয়ার স্পেঞ্জার নামের এক তরুণ।

ড্রোন হিসাবে পরিচিত বায়বীয় বিমানটি আসলে স্বয়ংক্রিয় একটি প্রোগ্রাম দ্বারা চালিত হয় যা স্থল থেকে একজন পাইলটের নিয়ন্ত্রিত দ্বারা বাতাসে উড়তে সক্ষম।

তবে যাদের ড্রোন রয়েছে তাদের ড্রোন চার্জ দেয়ার কথা ভুলে গেলে হবেনা। কেননা হঠাৎ করে চার্জ শেষ হলে ঘটতে পারে যেকোনো দুর্ঘটনা।

জুইয়ার স্পেঞ্জার নামের যুবকটির ড্রোনে পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকার দরুন ড্রোনটি ১০০ ফুট উচ্চতা থেকে নিচে পড়তে শুরু করে। আর তা দেখেই নিজের সাধের ড্রোনকে বাঁচাতে কাঁদামাটি যুক্ত পানিতেও ঝাঁপ দিতেও পরোয়া করেনি যুবকটি। শেষমেষ নিজের ড্রোনখানা রক্ষা করতে পারলেও কাঁদাপানিতে জামাকাপড়ের অবস্থা অবশ্য বারোটা বেজেছিল।

(ওএস/অ/জানুয়ারি ১১, ২০১৫)