বগুড়া প্রতিনিধি : ২০ দলীয় জোটের ডাকে বগুড়ায় হরতাল চলছে। হরতালে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও অফিস আদালত খোলা রয়েছে। এছাড়া শহরে রিক্সা, অটো মহাসড়কে পুলিশী প্রহরায় দুরপাল্লার যানবাহন চলাচল করছে।

এদিকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু সহ ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বগুড়ায় হরতাল চলাকালে মিছিল নিয়ে সদর থানা অতিক্রমকালে হিমুসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন থানায় ১৪ জন এবং সোমবার সকাল সাড়ে ১০ টায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া সদর ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভূইয়া জানান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মেহেদী হাসান হিমুর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নি সংযোগ ও নাশকতার ৩টি মামলা রয়েছে। থানার সামনে দিয়ে হরতালের সমর্থনে মিছিল অতিক্রমকালে মামলার এজাহারভুক্ত আসামী হিমুসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম। অপরদিকে রবিবার রাতে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের গাড়ী লক্ষ্য করে ককটেল হামলা করেছে অবরোধ সমর্থকরা । এসময় গাড়ীতে থাকা ওসি আব্দুল মান্নান অক্ষত থাকলেও আহত হয়েছেন এক কন্সটেবল। রাত সাড়ে ৯ টার দিকে শাকপালা থেকে দুপাল্লার যানবাহনের বহর নিয়ে শাজাহানপুর যাওয়ার পথে বিএডিসি অফিসের সামনে ককটেল হামলা করে অবরোধ সমর্থকরা। শাজাহানপুর থানার ওসি আব্দুৃল মান্নান জানান, তাকে বহন করা গাড়ীতে অবরোধ সমর্থকরা শক্তিশালী ককটেল হামলা করেছে। এতে গাড়ীতে থাকা একজন কন্সটেবল আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

(এএসবি/পিবি/জানুয়ারি ১২,২০১৫)