দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি সংস্থা পিআরডিএস এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় দুর্গাপুর নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার দীর্ঘস্থায়ী ১১৭৬ টি কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। উপজেলার ম্যালেরিয়া প্রবন ৩টি ইউনিয়ন দুর্গাপুর, কুল্লাগড়া, চন্ডিগড় এ শতভাগ খানায় এবং উপজেলার অন্য ৪টি ইউনিয়ন ও পৌরসভায় ২০১৩ ও ১৪ সালে ২১ টি গ্রামের শতভাগ থানাসহ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫৫ হাজার দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, ডা. রাফিউল তালুকদার, পিআরডিএস প্রকল্প ব্যবস্থাপক রনজিত কুমার রায়, সাংবাদিক নিতাই সাহা ও নির্মলেন্দু সরকার বাবুলসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।

(এনএস/এএস/জানুয়ারি ১২, ২০১৫)