চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা সেচ্ছাসেবকদল, কৃষকদল, যুবদল ও ছাত্রদল মঙ্গলবার চুয়াডাঙ্গায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। সোমবার দুপুরে এসব সংগঠনের নেতৃবৃন্দ বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

জেলা স্বেচ্ছসেবকদলের সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম জানান, রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে বিনা কারণে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনার প্রতিবাদ এবং দুদুর মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সোমবার বৈঠকে বসেন। বৈঠক থেকে মঙ্গলবার চুয়াডাঙ্গায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

এদিকে রবিবার রাতে বিভিন্ন টিভিতে শামসুজ্জামান দুদু গ্রেফতারের খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল শহরে ঝটিকা মিছিল বের করে। এসময় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মিছিল থেকে ছাত্রদলের কর্মী আহসান হাবিব মামুন ও এহসান হাবিব মানিককে আটক করে। পরে রাত ১১টার দিকে শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গার বাড়িতে তল্লাশী চালায় পুলিশ।

(জেএ/এএস/জানুয়ারি ১২, ২০১৫)