কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা হরতাল ঢিলে ঢালা পালিত হলেও নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। হরতাল চলাকালে কিশোরগঞ্জে দূরপাল্লার যানবাহন কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চলাচল শুরু করেছে।

এদিকে এগার সিন্দুর সকাল ৯টার সময় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে যায়। দেরিতে ছাড়ার কারণে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়েছে। এছাড়া শহরের সিএনজি অটোরিকসাসহ অন্যান্য যানবাহন যথারীতি চলছিল। এদিকে গত শনিবার রাতে শহরের পূর্ব তারাপাশা এলাকায় খাদ্য গুদামের সামনে একটি ট্রাকে আগুন দেয়া দুর্বৃত্তরা ।

খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আবার দুর্বৃত্তরা শহরের বত্রিশ এলাকায় একটি ট্রাক ও কয়েকটি পিকআপ ভাঙচুর করেছে। তবে হরতাল চলাকালে কোথাও কোন পিকেটার কিংবা নেতা কর্মীদের রাস্তায় নামতে দেখা যায়নি। শহরে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি, বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(পিকেএস/এএস/জানুয়ারি ১২, ২০১৫)