মাগুরা প্রতিনিধি : বিএনপির ডাকা টানা অবরোধের সপ্তম দিনে মাগুরার চার উপজেলায় অন্যদিনের ন্যায় জীবনযাত্রা ছিল স্বাভাবিক। দূরপাল্লার পরিবহন না চললেও স্থানীয় লোকাল সকল পরিবহনই চলতে দেখা গেছে। কোথায়ও কোন পিকেটিং বা ভাংচুরের ঘটনা লক্ষ্য করা যায় নাই। মাগুরা-যশোর, মাগুরা-শ্রীপুর, মাগুরা-মহম্মদপুরসহ জেলার প্রধান সড়কগুলোতে যানবাহন চলতে দেখা গেছে। জেলা বিএনপির সভাপতি মো. কবির মুরাদ সাংবাদিকদের ফোনে হরতালের বিষয় অভিহিত করলেও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের রাস্তায় দেখা যায় নাই।

পুলিশ সুপার মো. জিহাদুল কবির জানান-জেলার কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে কোন প্রকার পিকেটিং ঘটে নাই । জেলার সর্বত্রই জীবনযাত্রার মান স্বাভাবিক রয়েছে।

(ডিসি/এএস/জানুয়ারি ১২, ২০১৫)