নোয়াখালী প্রতিনিধি : শনিবার দিবাগত রাতে লেবাননে বাসার কাচের জানালা ও দরজায় বরফ জমে অক্সিজেন সংকট এবং কার্বন-ডাই অক্সাইডের আধিক্যের কারণে নোয়াখালীর ৩ শ্রমিকসহ ৪ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন- নোয়াখালীর জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের চেরাংবাড়ীর মৃত জয়নাল আবেদীনের পুত্র দ্বীন ইসলাম বাবুল (৩৫), একই উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধব সিংহ গ্রামের অলি উল্যাহ’র পুত্র মো. জহির (২৭), কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের নবগ্রামের নাদু মিয়ার পুত্র মো. আরিফ (৩০)।

নিহত অপর জন হলেন, গোপালগঞ্জ জেলার মোকসেদ পুর উপজেলার লতিফপুর গ্রামের আবদুর রব শেখের পুত্র সুজন (২৫)।

মৃতদের পরিবার সূত্রে জানা যায়, মৃত আরিফ ১ বছর পূর্বে লেবানন যান, দেড় মাস পূর্বে তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। অপরদিকে আরিফ ৩ বছর পূর্বে লেবানন যান, তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক এবং জহিরের বিয়ে করার জন্য মেয়েও ঠিক করা হয়েছিলো। মৃত ব্যক্তিদের পরিবারে চলছে শোকের মাতম।

পরিবারের পক্ষ হতে লাশ বাংলাদেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

ধানসিড়ি ইউনিয়নের চেয়ারম্যন নুরুল আলম পারভেজ সত্যতা স্বীকার করে বলেন, নবগ্রামের আরিফসহ নোয়াখালীর আরো দু’জনের মৃত্যুর বিষয়ে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছেন।

(জেএইচবি/এএস/জানুয়ারি ১২, ২০১৫)