নওগাঁ প্রতিনিধি : রবিবার দিবাগত রাতে নওগাঁর ধামইরহাটে ফসলে অগ্নিসংযোগ, ক্ষেতের আলু, সরিষা, কলাগাছ কর্তনসহ প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা। ক্ষেতের বর্গাদার হামিদুল ইসলাম অভিযোগ করেন, ১ বছর আগে চুক্তিনামার ভিত্তিতে ৫ বছরের জন্য ২বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করছিলেন তিনি। রবিবার রাত অনুমান দেড় টার দিকে প্রতিপক্ষরা ফসলে অগ্নিসংযোগ করে।

এসময় ফসলের মাঠে থাকা একটি শ্যালো মেশিন ঘরও আগুনে পুড়িয়ে দেয়। এছাড়া আলু ও সরিষা ক্ষেত মই দিয়ে বিনষ্ট করে এবং প্রায় শতাধিক বাড়ন্ত কলাগাছসহ টমেটো, মরিচগাছ ও পিঁয়াজের ক্ষেত ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। জমি-জমা সংক্রান্ত বিরোধ থাকায় বর্গাদার হামিদুল ইসলামকে একাধিক বার ফসল ধ্বংস ও মারপিট করার হুমকি দেয় ওই জমির মালিক জেবুন নেছার বড় ভাই ও হাছনা বানুর ছেলে হারুন অর রশিদ (বিদ্যুৎ)।

বর্গাদার হামিদুল ইসলাম এ ঘটনায় হারুন অর রশিদ বিদ্যুৎকে অগ্নি সংযোগে ফসল ক্ষেত বিনষ্টে জড়িত দাবি করে থানায় অভিযোগ করেছেন। সোমবার থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(বিএম/এএস/জানুয়ারি ১২, ২০১৫)